ফাঁসির খবর শুনে কি আর
মৃত্যু মিছিল থামছেরে
সড়ক পথে দেখছিরে রোজ
লাশের সারি বাড়ছেরে।
এ যেন হায় বাঘের থাবা
মানুষ খেঁকো যন্ত্ররে
বন বিবির শিরনি মানত
বিফল সকল মন্ত্ররে।
কেমন করে চালক চালায়
বেপরোয়াতে গাড়িরে
কে তার মাথায় ছাতা ধরে
কে না তাহা জানিরে।
নেই পরিত্রাণ হচ্ছে বিকাশ
দিন থেকে দিন দিনেরে
করছে কারা লাশের মিছিল
মহাজন নাও চিনেরে।