স্বপ্ন আসে চুপিচুপি
যখন জোসনা আলো জ্বালায় নীলাকাশ ভরি
হাত বাড়াই, দুহাতে মুঠে নিতে গেলেই পলায়
স্বপ্নেরা যাযাবর
আশার বাতিতে কেরোসিনের প্রদীপ
কেরোসিন নিঃশ্বেষে আলো নিভে গেলে
সলতের পথচলা যখন থামে, তখন শুরু হয় পথচলা কান্নার
এভাবেই মাটির প্রদীপ জ্বলে আবার নিভে
ফের  জ্বলে আবার নেভে
পড়ে থাকে কিছু অবয়ব সুখস্মৃতি আর
স্বপ্নের হাহাকার৷