শিশুকাব্য
————-
১)
ঘরের পাশে বরই গাছ
বরই ধরে বারো মাস
অম্ল রসের ঘ্রাণ
বাতাস ভরে বার্তা পেয়ে
উড়ে টুনার প্রাণ।
২)
পেঁপের গাছে বুলবুলি
ঠোঁকরে চলে ঠুটগুলি
ছিটকে পড়ে লাল
পাকা পেঁপের রাঙা রসে
রঙিন করে গাল।
৩)
টুনটুনা টুন টুটটুনি
লেবু গাছে গুনগুনি
করে পাতায় জট
ডিম ফুটাতে ব্যস্ত হয়ে
বাসা বানায় মঠ।