তোমরা-
রক্ত দিয়ে লিখলে যারা
বাংলাদেশের নাম
আজি-
স্বাধীনতার দিনে জানাই
তোদেরকে সালাম।
শোধ কোনদিন হবেনা সেই
তোদের রক্ত ঋণ
শুভ জন্মদিন—বাংলাদেশ
শুভ জন্মদিন।
শ্যামলীমায় আঁকলে যারা
রক্তিম লাল বৃত্ত
তোদের ত্যাগে উঠলো নেচে
বাংলা মায়ের চিত্ত।
লাল সবুজে থাকবে তোরা
জেগে চিরদিন।
শোধ কোনদিন হবেনা সেই
তোদের রক্ত ঋণ
শুভ জন্মদিন—বাংলাদেশ
শুভ জন্মদিন।