সে এক মার্চ,নাম তার উনিশ’শ একাত্তর
স্বাধীনতা ছাড়া যেন, নেই গত্যন্তর।
ফাগুনের হাওয়া,চৈত্রের খরতাপ রৌদ্দুর
এইতো সময়-আঘাত হানার বুকে শত্রুর।
নেতা আসিলেন ,মঞ্চ কাঁপালেন বজ্রে
জনতার রোষ দাবানল,উঠলো কী গর্জে।
জনস্রোত খরস্রোত হয়ে পেয়ে যায় বাঁক
তরঙ্গায়িত রেসকোর্স --স্বাধীনতার ডাক।
আশংকার সত্য সত্যায়ন পঁচিশে মার্চ
অকস্মাৎ আগ্রাসনে হিংস্র পশুর সার্চ।
বারুদ গোলায় বিধ্বস্ত শহর বন্দর গ্রাম
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।”