ভাগ্য রজনী্র সালাম লহো হে মুমিন
রিজিকের ঢালী হাতে আল্লাহ সমাসীন।
নতুন বছরের হিসাব লিখবে মহাজন
দরখাস্ত করো মানবকূল কি প্রয়োজন?
রাত্ জাগরণে থেকো জিকিরে মশগুল
মনবাঞ্চা করবে পূরণ আল্লাহ রাব্বুল।
শান্তি মাগী মহান, মানব কল্যান তরে
রহমত বরকতে দাও এই পৃথিবী ভরে।