আকাশেতে হেলান দিয়ে
চেরাপূঞ্জির পাহাড় পাড়
সাদা পাথর বুক চাপাতে
ব্যাথা ঝরায় কান্না তার।
স্বচ্ছ শীতল জলের তলে
অশ্রু ফোটা পাথর স্তুপ
জল তরঙ্গে জুড়ায় আঁখি
আ-মরি রূপ অপরূপ।
বন্ধু ভেবে আদর সোহাগ
করছে পাথর দিচ্ছে পূজ
রূপের মায়ায় প্রেমের টানে
পর্যটকও বাড়ছে রোজ।
দুঃখটা তার কেউ বুঝেনা
দেখেনা কেউ ক্ষত তার
পাথর খেকো মানুষগুলো
মাংস ফেলে খাচ্ছে হাঁড়।