রোজা এলে মুসল্লি হই আতর গোলাপ গায় মাখি
ধবধবে পাঞ্জাবি পরে মাথায় টুপি যাই রাখি।
রোজার পরে যেমন তেমন আসলরূপে যাই ফিরে
খণ্ডকালীন মুসল্লী সাজ আপন আমার মদ সাকী।
মোরগ পোলাও ছোলা মুড়ি শত পদের ইফতারি
দুধকলা আর গোশত ছাড়া জমে কি আর সেহেরি।
লোক দেখানো ইবাদতি সুযোগ বুঝে পরহেজগার
খাদ্যে ভেজাল মনে ভেজাল, ভেজাল করি রকমারি।