————————

মূল্যবোধের নীচের সারি করছে কোলাহল
সামনে চলে তারাই শুধু যাদের পেশীর বল।
থামবে জানি এই কোলাহল সময় বিসর্জন
জানবেনা সে তার হিসাবে কী রয় ফলাফল।