ফেবু
---

ফেসবুকে বুক করছে সময় কাটছে কাজের ঘন্টা
কোন ফাঁকে হায় চমক হারায় আৎকে ওঠে মনটা।
জোয়ান বুড়ো কিংবা শিশু ফেবু যেন সবার
চোখ
ফেরালে চোখ ফাও চলে যায় দুই হাজার বিশ সনটা।


সাল
---
সাল বিচারে দুই হাজার বিশ,মানব তরে নাস্তি
রোগ করোনায় নাস্তানাবুদ,জীবন-মরণ শাস্তি
কোভিড-১৯ অপ্রতিরোধ সমান তালে চলছে
আর কত সাল এ ভাইরাসে করে যাবে মাস্তি।