ভালবাসা
———-
ঊঁহ! ভেলেন্টাইন ভালবাসায়,গা ভাসিয়ে দে
প্রেমের বাতাস লাগলে মনে,কে বসে রয় কে?
হোক বিজাতি সংস্কৃতি তা,বাধা  কে সে কয়
গুচ্ছফুলে হাত রেখে হাত, আহ! কী মজারে।