মানুষ কি জানে ,
জন্মের আগে সে কোথায় ছিল ?
তবুও সে দ্বিধা রাখে মৃত্যুর পর পরকাল হবেনা। এ বরং অতিশয় অবান্তর ভাবনা।
সে যখন ছিলইনা, তখন কি করে ভাবে মৃত্যু বা পরকাল অলীক?
সে কেন ভাবেনা, নিশ্চয়ই তার অস্থিত্বহীনতার অস্থিত্ব ছিল।
কেননা, অস্থিত্ব না থাকলে অস্থীত্বহীনতা প্রশ্নাতীত চিন্তাশীলদের জন্য।
সুক্ষভাবে চিন্তা করলে জীবন বরং রহস্যময়ই ঠেকে। আর এই রহস্যটা কার ?
জন্মের,
মৃত্যুর। না
অন্য কারোর ?
কিন্তু জীবন ও মৃত্যু অলীক নয়, স্বপ্নও নয় বরং নির্জলা সত্য।
সুতরাং হে মানবকূল-
এ সত্যটা উপলব্ধি করার আগে পরিশ্রান্ত হয়োনা বরং উৎসুক হও, নিজেকে জানো।
আমীন।