গাছ গাছালি পাহাড় টিলা
বৈচিত্রময় প্রকৃতি
কাটছে মানুষ করছে উজাড়
ভাবছে পাবে নিষ্কৃতি।
না না না না তা হবার নয়
ভাবনা লোকের খেয়ালী
এ নয় কোন পুজা পর্বন
নয়রে উৎসব দেওয়ালি।
পরিবেশের ভারসাম্য আর
রাখতে স্থিতির বসতি
গাছ কাটা বা পাহাড় কাটা
বাড়বে মোদের অস্বস্তি।
অক্সিজেনের কি কদর তা
দিছে প্রমাণ করোনায়
বৃক্ষ পাহাড় কাটার আগে
রাখুন সবাই ভাবনায়।