করোনা পরিস্থিতির কথা,
কী বলিব আর
মৃত্যু মিছিল দেখে, প্রাণ ছারখার।
বাঁচিবার তরে বড় ,সাধ জাগে মনে
তবুও করোনা ভয়, বাড়ে
ক্ষণেক্ষণে।

মানুষ কূকর্ম করে ,করে অনাচার
একজনের দোষে দশ, হয় যে লাছার।
লাখে লাখে লোক মরে ,দুনিয়া মাজার
রয়টার গুনিয়া কহে ,তিরিশ হাজার।

ইটালি ফরাসি আর ,ইরানীয়া জাতি
মৃত্যু মিছিলে তারা ,করে  কূখ্যাতি।
ইংল্যান্ড আমেরিকা ,পায়নি রেহাই
বাঁচিবার তরে ডাকে ,চীনকে বেয়াই।

জনসন বরিস খাইছে, ইতোমধ্যে ধরা
ট্রাম্প করে আল্লাহ আল্লাহ,হইয়া ঘাটের মরা।
কীভাবেতে দিন চলে ,কিভাবেতে রাত
কিভাবে লিখিছে বিধি, আমাদের বরাত।
কাম নেই ঘুম নেই ,রাতে কিবা দিনে
অঘটন ঘটাইলো হায়রে, কূলাঙ্গার চীনে।

উহান প্রদেশে ছিল ,যত লোকজন
আল্লাহ জানে মরিয়াছে, তারা কতজন।
করোনা কন্ট্রোল দেশে ,চীনের বড়াই
হাছামিছা কে জানে তা ,কে করে লড়াই।

আমাদের দেশে হুনি ,মরছে লোক কম
গরীব জানিয়া  বুঝি ,দূরে রইলো যম।
নো টেস্ট নো করোনা ,হুনি ইতা কিতা
কী জানি কী রাখছে লিখে, ভাগ্যে বিধাতা।

পূঁথি পড়া শেষ করে ,বলছি সবাকারে
মাফি মাঙ্গো করজোড়ে,আল্লাহর দরবারে।