পজিটিভ আর কেউ চাহেনা
করোনারই ভয়ে
নিগেটিভ আজ আপনজনা
কোভিড১৯ জয়ে।
২০২০ এর এই মহামারি
অর্থ বিবর্তণে
পজিটিভে মান হারায়ে
ভীতি ধরায় মনে।
প্রত্যাশা হোক নববর্ষে
করোনা যাক দূরে
স্বপ্ন জাগুক সবার মনে
বছর শুরুর ভোরে।
সুস্থ দেহের প্রাণে স্পন্দন
আসুক আবার ফিরে
মানব মনে লাগুক দোলা
স্বপ্ন আশা ঘিরে।