ভারত যাদের জন্ম তালুক
তিন পুরুষের বাস
ভোট তালিকায় নাম না তুলে
দেয় বিজেপি বাঁশ।
রাজনীতির এই তীর খেলা যে
চোর পুলিশের খেল
কার মাথায় কে ভাঙছে কাঁঠাল
কার মাথায় কে বেল?
জন্ম কুষ্ঠীর ধার ধারেনা
রাখতে গদির মান
ভাঙতে চেয়ার ভাঙতে কোমর
কান ধরে দে টান।
জাগ বাঙালি জাগরে তোরা
মারিসনারে ল্যাং
কাল বোশেখী ঝড়ের বেগে
দে ভেঙে দে ঠ্যাং।