প্রজাপতির ডানায় রঙ
ইচ্ছে পাখি
সাজবে সঙ।

প্রজাপতি মেলছে ডানা
উড়তে এখন
নেই যে মানা।

প্রজাপতি উড়ছে ফুলে
পাঁপড়িগুলো
হাওয়ায় দোলে।

প্রজাপতি বাজায় বেণু
ছড়ায় পায়ে
ফুলের রেণু।