যদি সময় হয় তবে এসো
তোমাকে একটি বৃষ্টিঝরা দিন উপহার দেবো
আর জলে টাইটুম্বুর রাজপথ
ভেজা শাড়িতে অবগুণ্ঠিত নারীর শরীর
কাঁদাময় সড়কে দুরন্ত কিশোরের বর্ষাস্নান
ব্যস্ত নগরবাসীর ছূটাছুটিতে দীর্ঘ লাইন।
এই শহরে বৃষ্টি পড়লে আর থামেনা
পাঠান অনাত্মীয়ের মত একযাত্রায় শত দর্শন
এ রাস্তা ও রাস্তা, অফিসের বারান্দা
সাঁটার ভেড়ানো দোকানীর প্রাণান্তর চেষ্টা
তবু দেখা হয়না-খদ্দর কুটুম্বের
চৈত্রেও এখানে বৃষ্টিকে পাবে নবযৌবনা।
ভাগ্য ভাল হলে দিতেও পারি আকাশের কোনে উঁকি দেয়া
একমুঠো সোনালি রোদ্দুর
রঙধনুর সাতরঙ ণৈঋত কোনে
আমি বৃষ্টিকে বলে রেখেছি
সাজিয়ে রেখেছি ডালা- অবধমিত বৃষ্টি, বারান্দায় রোদ,রঙধনু রঙ
তোমাকেই দেব বলে
তুমি সময় করে এসো-