পানি ছাড়া জীবন অচল
পানি আবার মরণ ফাঁদ
তাই কি বিধি পানির মাঝে
দেয়নি ভরে কোন স্বাদ?
পানি ছাড়া এই পৃথিবী
শুষ্ক-মরু অনুর্বর
পানি আবার নেয় ভাসিয়ে
ক্ষেতের শস্য বাড়িঘর।
হঠাৎ পানি বন্যা যখন
দেয় তলিয়ে পাকা ধান
বিধির খেলায় ধৈর্যহারা
কেঁদে উঠে কৃষক প্রাণ।