ভাল আছি ভাল থেকো,
বললে কি আর যায় থাকা
জল ছাড়া দিন চলেনা যে,
তবু কি জল যায় রাখা।
তৃষ্ণাতে জল যাই তাড়িয়ে
বৃষ্টিতে জল যায় গড়িয়ে
ভাল যেন বৃষ্টিরই জল
থামেনা তার চাকা।
ভাল থাকে মনের ভেতর
ধরতে তারে হইনা কাতর
খুঁজে ফিরি এদিক-ওদিক
ছুঁড়ি বুলি ফাঁকা।
কে পেয়েছে ভালর দেখা
ভালর গতি বক্র রেখা
ছুটতে গেলে ভালর পিছু
ভালই মারে ছ্যাঁকা।
কেউ বলোনা ভাল আছি
ভাল থাকা কানা মাছি
ভাল বসে আঁধার ঘরে
মন্দ দিয়ে ঢাকা।
ভাল আছি আর বলোনা
এ মিছে সব হয় ছলনা
জীবন চলার রীতি এমন
বিধির ছকে আঁকা।