বাংলা ভাষা মুখের ভাষা
বাংলাতে গাই গান
বাংলা ভাষার মান রাখিতে
বায়ান্নে দেই প্রাণ।
তবু কেন দৈন্যতা রয়
তবু কিসের ভয়
কথায় কথায় ভিন্ন ভাষায়
সাজাই সমুদয়।
জঙ্গী দমন করতে দেখি
বিদঘুটে সব নাম
বাংলা নামে অভিযানে
হয়না বুঝি কাম।
অপারেশন টুয়াইলাইট আর
কিংবা ম্যাক্সিমাস
স্ট্রাইকআউট হিটব্যাক নামে
কি করে ফোকাস।