ই-কিতাবা ই-কিজাত মেঘ
যেন হাওন মাস
আওর বিলো পানি ঢুইক্যা
বোরর সর্বনাশ।
ধনী মানইশর টেকা আছে
তারার চিন্তা নাই
পাইন্যে বোর খাইয়্যা নিলে
মরবে কৃষক ভাই।
বে-দিনোর ই মেঘর খেলা
খেলছে সারাদিন
রাস্তা ঘাটোর পেখ-পানিতে
গা করে ঘিনঘিন।
রইদ গেছেগি পোয়াতিতে
মেঘে পাইছে চান্স
ঝরঝরাইয়া গান হুনাইয়া
টিনর চাল ড্যান্স।