যেদিন এসেছিলে তুমি
আমারই দুয়ারে
উঠেছিল চাঁদ, জেগেছিল তারা
ভুলিতে পারিনি সেই
রূপ মনোহারা
আনমনে তাই খুঁজি
আজও আমি তোমারে।
যেদিন এসেছিলে তুমি
আমারই দুয়ারে।
সেদিন ছিলনাতো বৃষ্টি
তবুও ঝাপসা লেগেছিল দৃষ্টি
ঝরেছিল তব রূপ
শ্রাবণো বাদল ধারা।
বুঝিনি বুঝিনি, বলিতে পারিনি তাই
আজও খুঁজি আঁধারে।
যেদিন এসেছিলে তুমি
আমারই দুয়ারে।