যেথায় আকাশ হাতছানি দেয়
সূর্য হারায় জলে
গগন ‘পরে নেচে বেড়ায়
সীগাল দলে দলে।
হেলান দেয়া সূর্য মেলায়
উঠলে সাগর মাতি
চাঁদের বুড়ির আকাশ দখল
তারা ভরা রাতি।
জোছনা লিখে প্রেমের চিঠি
সূর্যী মামার তরে
প্রকৃতির এই প্রেমের খেলায়
মনটা উঠে ভরে।
সূরুজ যখন ঘুমায় জলে
জোছনা পরশ মেখে
চাঁদ তারারা মুচকী হাসে
প্রেমের খেলা দেখে।