পঞ্চভূতে মানব দেহ
লড়ে কিসের জন্যরে
পঞ্চভূতের সমাহারে
বৃত্তে নাচে শূন্যরে।
ক্ষিতি-অপ মাটি-পানি
রাখছে খাঁড়া দেহখানি
ভেবে দেখি এ দু’জনা
এ দেহেরই পণ্যরে।
তেজ-মরুৎ অগ্নী-বায়ূ
সে কি দেহের পরমায়ূ
যার কারণে মানবদেহ
মানুষ বলে গণ্যরে।
ব্যোম বসে রয় পঞ্চস্তরে
তার দেখিনা কূলকিনারে
কর্তা সেজে হুকুম তামিল
করে কাহার জন্যরে।