বাকযন্ত্রহীন শব্দ উচ্চারণে জন্মগ্রহ্বরে
শীততপ নিয়ন্ত্রিত বদ্ধ কুঠির
অন্ধ আলোকরশ্মি,
বিরামহীন অলস সময়
মুখ বুঁজে সয়ে যাওয়া গুটিপোকা।
শেষান্তে প্রারম্ভের উল্লাস
উচ্ছ্বাসে ফেটে পড়া স্নায়ুবিদ্ধ কল্পনা
মল্লযুদ্ধ বিজয়ী ভ্রুণ
অযুত কোটি আলোকবর্ষ দূরের হাতছানি
প্রতীক্ষার প্রহরে দোলনায় প্রজাপতি
বিচলিত বিলক্ষণ।
অভিলাসী অনির্বাণ শিখা
প্রজ্জ্বলিত মরা পিপীলিকার জীবাশ্ম
অশরীরির শারীরিক প্রলেপজুড়ে সৃষ্টির অবয়ব
আঁতুড়ঘরে ট্যাথস্কুপে স্পন্দন
প্রফুল্ল মায়া পৃথিবী…