আজ সারাদিন গুড়িগুড়ি বৃষ্টি
রাস্তার জমে থাকা একগাদা ধুলিকণা হঠাৎ বৃষ্টির সংস্পর্শে
পিচ্ছিল কাদা।
পথচারীর সতর্ক পদচাপে বিধ্বস্ত হয়ে
ছুট দেয় নিরাপদ আশ্রয়ের খুঁজে
এমন দিনে ইচ্ছের শত চেষ্টায়ও কেউ বের হয়না
তবু বের হয় কিছু নেশাগ্রস্থ, কিছু সরীসৃপ
সহজলভ্য আহারের আশায়
আমি-বুভুক্ষ নই হ্যাঁ নেশা আছে, দেখার নেশা।
হাওয়া বদলের পূর্বাবাস
সে ঘ্রাণ নেবার পারদর্শীতা তোমার আছে, সে আমার জানা ছিলনা
তাই তোমার পদযুগলে কাদার ছড়াছড়ি নেই
তাতে আবহাওয়া যত দায়ী, তারচে ঢের দায়ী আমি
সে বললেও বুঝতে বাকী নেই। তাই-
আমার আকাঙ্খা, স্পৃহা, প্রতীক্ষা আজ পরাজিত
দিকভ্রান্ত নাবিক, ক্ষত-বিক্ষত ছেঁড়া পাল
আজ বুঝতে পেরেছি-
খাঁটি প্রেম, কখনো- খাঁটি জঞ্জাল। অতএব-
না হয় ভাল থেকো এবং ভাল থেকো
আর পারলে অতীত মুছে-এঁকে নিও সোনালি প্রভাত
রঙিন পৃথিবী, আগামীর তরে।