আর কত রাত্রি জাগরণে হবে
একটি নির্ঘুম রাত
ভাঁজ পড়বে চোখের কিনারে?
ফুলাফুলা মুখে অবিন্যস্ত মাথার চুলে
অফিস যাওয়া হবে রোজ রোজ?
নিমপাখি প্রত্যহ ডাকে-;ঘুম ভাঙে গভীর রাতে
তারও কি মুখ ফুলে
আলুতালু হয় কেশ, পাখনার পেশম?
হয়তো না। জানি-
তার অফিস যাওয়ার তাড়া নেই
কর্তব্য আর দায়িত্ববোধের বালাই নেই
সময়, না স্থির,না চলমান তার কাছে
তবু বসন্ত এলে ডানা পাল্টায়
রঙিন লোমে সাজায় ছোট্ট শরীর
গলায় মালাও পরে কেউ কেউ
ফুরফুরে মেজাজ ব্যাকুল-প্রিয়ার সান্নিধ্যে।
আর কত রাত্রি জাগরণে হবে
একটি নির্ঘুম রাত
ভাঁজ পড়বে চোখের কিনারে?