ধৈর্যের শূন্য ডিগ্রীতে সহিষ্ণুতার মাপকাটি
আমি সিরিয়ান শিশু
আমি যুদ্ধ বুঝিনা
বুঝিনা ন্যায়-অন্যায়
তবু আমিই যেন-সৃষ্টির ভার।
জীবক্রমিক ধারাবাহিকতায় আমি কনিষ্ঠতম
আমার স্কন্ধে আগামী পৃথিবী
মানবতার ধ্বজাবাহীরা শোনো
যুদ্ধ শেষ সমাধান নয় মানো
প্রতিপত্তি-দম্ভ নিয়ে চলছে যে খেলা
অন্ধ তোমরা,
দেখছোনা তাই কেমন ভাসছে আমার জীবনভেলা।
আমি বৃন্তচ্যুত ভাসমান
আশে-পাশে পর্বতসম ধ্বংসস্তুপ আর-
উপরে নিখিল আসমান
রক্তেস্নাত দিকভ্রান্ত সরীসৃপ
প্রকৃতির বেদনায় ধৈর্যচ্যুতি আজ প্রান্তিক সীমায়
অতএব, সাবধান তুমি মানবতা।