প্রশ্নপত্র ফাঁসের প্রশ্নোত্তরে গোল টেবিলে জাতি
ধরপাকড়ও হচ্ছে দেদার
স্বীকারোক্তিমূলক জবানবন্দীও রেকর্ড হচ্ছে পাতার পর পাতা
দোষারূপ হচ্ছে ঢের; তবু দোষ নিচ্ছেনা কেউ
ব্যবচ্ছেদ অন্তহীন, সকালে দুপুরে মাঝ রাতে
সরীসৃপ প্রশ্নপত্র ফাঁস-বড্ড পিচ্ছিল
মসৃন স্বর্পীল দেহাবরণ।
পাস দাও,প্রত্যাশিত পাস দাও
খারাপ রেজাল্টের ভার সুকঠিন-তাগাদা শিক্ষা বোর্ডের
পার্সেন্টেজ হ্রাসে স্থগিত বেনিফিট।
এম.পি.ও ভুক্তি বন্ধের খড়গ-
বাড়ে গভর্নিংবডির কপালের বলীরেখা
যত অকর্মণ্য কর্তব্যজ্ঞানহীন শিক্ষা পরিষদ।বরং
পাস দাও, পাস দাও, পার্সেন্টিজ বাড়াও।
ছিদ্র খোঁজা পানির ধর্ম
প্রতিযোগীতার শীলাচ্ছেদ অপ্রতিরোধ্য
অভিভাবকের চোখে নির্ঘুম রাত পরীক্ষার আগে এবং পাসের পরে
ছিদ্র, সুক্ষ ছিদ্রও অনেক করিৎকর্মা ভর্তিযুদ্ধে
অন্ততঃ হৃদকম্পনেও পাঁজর থাকবে খানিক স্ফীত
তাকে কি আর অপকর্ম বলে?
সুতরাং-
অপ্রতিরোধ্য নির্লোভসম্ভারণ চক্রে
ছাত্র-অভিভাবক-শিক্ষক-শিক্ষা বোর্ড
চলছে, চলবে………