বসন্তে পলাশ
গ্রীষ্মে খাঁ খাঁ মাঠ
বর্ষায় ঝিরঝির বৃষ্টি
শরতে শাপলা ফোটা বিল
হেমন্তে মৌ মৌ গন্ধভরা নবান্ন
শীতেও কি হয়না প্রিয়া তব মন প্রসন্ন?
যখন বাদল
বৃষ্টি চায় পৃথিবী
মৃত্তিকা চায় অবিরাম জল
তেমনি আমিও চাইনা তোমার ছল
খোলা জানালায় রিনঝিন বৃষ্টি ছুটায় পাল
এসো ভেজা পথে হাত ধরে ভালবাসায় সমান্তরাল।