প্রশ্নপত্র ফাঁস যেন আজ
দেশের মরণব্যধি
ধরছে পঁচন জাতির গায়ে
খেলছে নিরবধি ।
সংক্রামক এই ব্যধি এখন
সকল পরীক্ষায়
ব্যর্থ হলে সব আয়োজন
কি হবে উপায়?
ঘুণ ধরেছে মন-মগজে
তাইতো অবক্ষয়
নৈতিক শিক্ষা বিনে কি হয়
মূল্যবোধ উদয়?
সুষ্ঠু নীতি সুশাসনের
ঘাটতি হলে দেশে
দুর্নীতি আর জঙ্গীবাদে
যাবো একদিন ভেসে।