হুতুম পেঁচায় গাছের ডালে
রাত-গভীরে আঁধার কালে
যখন করে গান
আৎকে ওঠে প্রাণ
মুছে যাওয়া পুরান ক্ষত
ফের হলে উত্থান।
যখন আঁধার সন্ধ্যা নামে
চিন্তা তখন আটকে জামে
বাজে ছেঁড়া সুর
ভাবনা সরে দূর
স্বপ্নেরা সব ফিরতি রথে
ছোটে অচিন পুর।
সুখ সাগরে উতাল হাওয়া
ছেঁড়া পালে নৌকা বাওয়া
অশ্রুসজল চোখ
হৃদয়ভরা শোক
বন-কাননে ছিটিয়ে দিও
মনের যত দুখ।