হঠাৎ যেমন বৃষ্টি এলে
পশ্চাতে রোদ হাসে
হঠাৎ তোমার প্রতিচ্ছবি
অন্তরে মোর ভাসে ।
হঠাৎ শোনা গাড়ির ব্রেকে
প্রাণটা যেমন উড়ে
হঠাৎ কোন বাঁশির সুরে
হ্নদয়টা যায় জুড়ে ।
হঠাৎ কোন এক বিকেলে
চেনা গানের সুর
আকাশ থেকে তারা খসে
ছড়ায় আলোর নুর ।
হঠাৎ যেমন ঝলক তুলে
মিথ্যে ভালবাসা
হঠাৎ তেমন যায় উড়ে হায়
স্বপ্নে বুনা আশা ।