দফায় দফায় গ্যাস তেলের দাম
যাচ্ছেন শুধু বাড়ায়ে
কার স্বার্থে এই পাগলা ঘোড়ায়
জনমত যায় মাড়ায়ে।
কোন যুক্তিতে দাম বাড়াবে
কোন সে কাজ বা উন্নয়ন
জনসেবার এই নমুনা
বুঝেনা আম সাধারণ।
দেশের সম্পদ জনগণের
সে কি কারো বলতে হয়
দেখবে শুধু দূরে থেকে
সত্যি কি তা ভোগের নয়?