ঝরছে পাতা যাচ্ছে উড়ে
বাতাস পেয়ে সাথী
জারুল শাখে জোড়াশালিক
করছে মাতামাতি।
হাওয়া উড়ে আউলা বনে
মনে লাগায় ছন্দ
চাই কি বলো রাখি পুষে
ভালবাসায় দ্বন্দ্ব।
চোখ ধাঁধানো আকাশ আলোয়
তারার মাখামাখি।
জারুল শাখে জোড়াশালিক
করছে মাতামাতি।
সেই আঁধারের বনের ছায়ায়
লুকোচুরির খেলা
তোমায় নিয়ে জমবে আসর
সাজাই প্রেমের ভেলা।
বরণ ঢালা হাতে দাঁড়ায়
থাকবে জোছনা রাতি।
জারুল শাখে জোড়াশালিক
করছে মাতামাতি।