কে বানাইলো পিঞ্জিরা মোর
কে লাগাইলো জোড়ারে
কে লাগাইলো জ়োড়া
কে ছূটায় মোর দেহের ভেতর
মন পবনের ঘোড়ারে
মন পবনের ঘোড়া।
বানাইয়া এই দেহ পিঞ্জর
বসাইছে এক পাখি
দিন রজনী ঝড় তুফান নাই
খালি উঠে ডাকিরে
খাল উঠে ডাকি।
জিজ্ঞাসিলে কয়না কথা
দেয়না দেখা আমারে।
মন পবনের ঘোড়ারে
মন পবনের ঘোড়া।