তুমি বললে দিতে পারি
পড়ন্ত বিকালের একফালি রোদ
এক পশলা বাসন্তিক বৃষ্টি
সন্ধ্যাকাশের একগুচ্ছ তারা।
বলবে, ধুর……
সকালে সোনা রোদ
বিকেলে বৃষ্টি
গোধুলীর প্রেম খেলা
যত অনাসৃষ্টি।
তবেই হলো। ভালবাসা উঠলো শিকোয়
বসন্ত থাকুক পোয়াতিতে
রেশমী সুতোর আড়ালে নাহয়
বন্দী হোক গুটিপোকা
প্রেমের চিতায় জ্বালিয়ে দেবো
চন্দন কাঠ
ধুম্রকুণ্ডলীতে লিখে নেব-চিরঞ্জীব ভালবাসা।
তবুও আগলে রাখবো একফালি রোদ
এক আকাশ তারা
ঝিঁঝিঁ পোকার পলক-বিরতি আলো
সন্ধ্যার একান্ত অবসর
শুধু তোমার জন্য………