বসন্তে আজঃ
আমার ভাবনা পুষ্পশোভিত হয়না
পলাশ পাঁপড়িজুড়ে রক্তের দাগ।
সেদিনও ছিল এমন বসন্ত, ছিল পাখীদের গান
ছন্দদোলা হাওয়া
চোখ ফোটা মরাডালে কচি কুঁড়ি
শিমের লকলকে ডগা লজ্জাবতি
তোমরা দেখোনি
আমি দেখেছি।
ধপধপ বুটের আওয়াজ
মাটি কাঁপানো কামানের গোলা
সরস্বতি অ আ ক খ হাতে
তোমরা দেখোনি
আমি দেখেছি।
শুভ্র ফুলে রক্তগোলাপ রাজপথ
রক্তিম আভায় বরকত, সালাম, রফিক জব্বার
আরও নাম না জানা কত।
পীচঢালা কংক্রিট সাক্ষী- মিথ্যে বলিনি
আমি দেখেছি
তোমরা দেখোনি কিছু।
তাই। বসন্তে আজ
আমার ভাবনা পূষ্পশোভিত হয়না
পলাশ পাঁপড়িজুড়ে রক্তের দাগ।