আলীপুর মানে-আবহাওয়া দপ্তর
লালবাজার বলতে কতোয়ালি থানা
বসন্ত শোনায়,যৌবনের গান।
অমনিভাবে কিছু নাম,কিছুক্ষণ স্নায়ুতে গন্ত্রিত
হৃদয়ের মঞ্চজুড়ে
জানায় পরিক্রমা,বাজায় অশনীসংকেত
কখনো উৎকণ্ঠা ঝড়ে।
ভুল বুঝাবুঝির বলী হয়ঃ বিশ্বাস-অবিশ্বাসের দোলনায়
পাথরকুঁচি প্রেম
বৈকালিক সতর্কবাণী-
নামবে বিদ্ঘুটে অন্ধকার
জাগবে আঁধার আরাধ্যো পাণী, সন্ধ্যা সৈকতে-সঙ্গম উৎসবে।
এভাবেই একটি নাম
মহাকালে হারিয়ে যাওয়া কিছু স্মৃতি
ভালবাসার ফসিল
কিছু অবহেলিত স্মৃতি থাকে শাশ্বতঃ
সে-ই বসন্ত.সে-ই তুমি।