রাজার বাড়ি হাতি ঘোড়া হাজার গরু গোয়ালে
কোন হাতিতে ডিম পেড়েছে কে রাখেতা খেয়ালে।
ঘোড়াতো নয় ঘোড়া সে এক ডানাযুক্ত পাখি যে
গোয়াল ঘরে ঘোটক প্রসব গরু নাকি ঘোড়া সে।
পাইক পেয়দা লক্ষ শত বেজায় পটু ছুঁড়তে তীর
আনন্দে তাই নাচেন রাজা ভাবেন নিজে উচ্চশীর।
দেশ-বিদেশে নাম কুড়াতে ছুটেন রাজা দিকবিদিক
দেখে দেশের সাধারণে দাঁত খিলিয়ে দেখায় ফিক।
কথার যাদু চোখের ভাষায় রাখেন প্রজায় আদরে
গোপাল ভাঁড়ে বলে রাজায় দেশ যে গেল ভাদরে।