আকাশজুড়ে চাঁদ উঠেছে
তারার বাতি জ্বেলে
হাস্নাহেনা সুবাস ছড়ায়
ধবল পাঁপড়ি মেলে।
পাতার ফাঁকে আঁধার হেরে
তারায় করে মেলা
শুভ্র আলোয় গাছ গাছালীর
লুকোচুরি খেলা।
ঝিঁ ঝিঁ ডাকা সন্ধ্যাবেলার
অরূপ আয়োজনে
কে পারে আর থাকতে দূরে
হাজার প্রলোভনে।
চোখ ধাঁধানো রূপের ঝটায়
প্রিয়ার আলিঙ্গনে
ঝিলমিলি রূপ সাগর জলে
জোৎস্না বিরাজনে।