(ও)দিন গেলরে সময় গেল চলি
কালঘুমে রাত পার করিলে
স্বপনে জাল বুনি।
ও দিন গেলরে…………
ভোরের আলো মিটিমিটি
লাগে এখন চোখে
দিন রজনী পার করে যাই
দুঃখ নিয়ে বুকে।
নিঝুম রাতে একা বসে
পরপারের ডাক শুনি।
কালঘুমে রাত পার করিলে
স্বপনে জাল বুনি।
ও দিন গেলরে…………
বাউল বালুচর ভেবে দেখে
আঁধার এলে নেমে
দেখবেনা সে ঊষার আলো
জীবন গেলে থেমে।
প্রাণপাখি তার গেলে উড়ে
টানতে হবে ঘানি।
কালঘুমে রাত পার করিলে
স্বপনে জাল বুনি।
ও দিন গেলরে…………