শীতের ঋতু থাকতে ধরায়
আসছে গরম ছুটে
পানি পানি করছে গাছের
আম-কাঁঠালের গুঁটে।
প্রজাপতি মৌমাছিরা
উড়ছে বনে বনে
গুণগুণাগুণ গানের সুরে
ছন্দ দোলা মনে।
আমের ঝোঁপায় রঙ মাখাবে
দখিনমূখী হাওয়া
মধুর রসে রাঙাতে মুখ
মামার বাড়ি যাওয়া।
নতুন পাতায় ফুলের কুঁড়ি
নববধুর সাজে
বন কাননে কান পেতে শোন
বাসন্তী সুর বাজে।