ট্রাম্প প্রসাশন আমেরিকার
বিশ্বজুড়ে তুলছে ঝড়
অভিবাসন বিচার প্রথার
দুই গালেতে মারছে চড়।
মানছেনা সে রীতি-নীতি
দেখায় শুধু গায়ের জোর
ধর্মেতে সব বাড়াবাড়ি
জোরছে ছুটায় ঘোড়ার ক্ষুর।
পুতিন নামে অন্ধ সে আর
ইহুদি রয় বগলে তার
দেশ- বিদেশে নিন্দা ঝড়ে
হয়না সোজা তবু ঘাড়।
কেউ বলে সে মানস পুত্র
ইবিলিশেরই জমজ ভাই
নরক থেকে ছিটকে পড়ে
আমেরিকায় নিছে ঠাঁই।