দেশের তরে রাজনীতি আর
গণতন্ত্রে জনগণ
সে মন্ত্র আজ নেই কোথাও
তোষী শুধু আপনজন।
রাজনীতি আজ বনছে সিঁড়ি
চাই ক্ষমতা লক্ষ্য
নিজের আখের গড়তে গিয়ে
খাই জনতার বক্ষ ।
কেউ করেনা রাজনীতি আজ
দেশকে ভালবেসে
বাঁচলে আপন বাপেরই নাম
যাক জনগণ ভেসে।
এ নয় শুধু এই দেশেই
বিশ্ব মাঝে এক চিত্র
ওরাই এখন দেশ বিদেশে
একে অন্যের হয় মিত্র।