অশুভ নক্ষত্রে তমসাচ্ছন্ন পৃথিবীর আকাশে
শ্বেত শকুন।
প্রজ্জ্বলিত শিখা ন্যুজ্জ
সমুদ্রের তলদেশে আলোকবর্তিকার যাদুঘর। শুধু-
ধ্রুব সোনালু আলো প্রতিবাদের ঝাণ্ডা হাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে
প্রতিক্ষায় অদৃশ্য ফরমান।
মর্তলোকে এখন শুনি
সুসংগঠিত আদ সামুদ লুতের কওম
তলোয়ারের ঝঙ্কার, বজ্রধ্বনি
পশ্চাতে অশ্বরোহী ফারাও সৈন্যদল
ধ্বংসলীলায় নরকের অট্টহাসি ধাবমান নীলনদ তীরে।
অন্যদিকে অন্য প্রান্তে পৃথিবীর নিকূষ অন্ধকার প্রকোস্টে
প্রেতাত্বার উল্লাস। অসুরের মল্লযুদ্ধে
কম্পমান জীবকূল-জীবাষ্মঃ
স্নায়ুগ্রন্থীতে বিষাক্ত নিঃশ্বাসে নিপীড়িত মানবতার ক্রন্দন।
নিস্তব্দতা ভাঙে সমুদ্রের গভীরে,
প্রজ্জ্বলিত হয় আলোক যাদুঘর
প্রত্যাবর্তিত রুশনীতে জ্বলসে উঠে
প্রত্যাশিত সোনালু আলো প্রতিশ্রুত ফরমানে।