সবুজ শ্যামল এ দেশ আমার
বিশ্ব মাঝে সেরা
পাখ-পাখালির কল কাকলি
নদ-নদীতে ঘেরা।
আমার দেশের নদীর বুকে
মাঝি-মাল্লার গানে
ছন্দ হেসে দেয় যে দোলা
গাঁয়ের বধুর প্রাণে।
নাইওরী দিন শেষে বধুর
অশ্রুজলে ফেরা।
পাখ-পাখালির কল কাকলি
নদ-নদীতে ঘেরা।
এই দেশেরই মাঠে ফলায়
কৃষক সোনার ধান
ঘুম ভাঙাতে পাখি শোনায়
প্রভাত কলতান।
সন্ধ্যা সুখে কুপির আলোয়
সাজে বেদের ডেরা।
পাখ-পাখালির কল কাকলি
নদ-নদীতে ঘেরা।