নিশি শেষে ভোর হলে শিউলি ঝরে
কত কথা কত গান আজ মনেপড়ে ।
ব্যথায় পুড়িলে মন যায় না তো দেখা
কপালে কপোলে বাড়ে শুধু বলিরেখা ।
নীলাভ আকাশ কোনে গড়িলে বাগান
প্রজাপতি উড়ে এসে করে আনচান ।
শমীরণ করে রণ বাগানের পরে
কত কথা কত গান সব মনেপড়ে ।
সবকিছু হাত দিয়ে যায় না তো ছোঁয়া
জীবন বাজিতে রেখে কেউ খেলা জুয়া।
স্মৃতিগুলো বেদনায় যায় শুধু পিষে
জীবনের রকমারি তুমিহীন মিছে ।