স্বপ্ন হারালে জীবন
হারায় সবই
আকাশ তারায় আঁকে
হৃদয় ছবি।
কখনো পিছলে যদি
ভেঙে যায় পা
ব্যথা সেরে গেলে পর
টিকে রয় ঘা।
আঁধার হজমে উঠে
ফের তাই রবি।
আকাশ তারায় আঁকে
হৃদয় ছবি।
তুমিময় সে আঁধারে
চাইনাতো ভোর
সঙ্গী হবে গো জানি
মনভাঙা সুর।
তবুও আমার তুমি
আমার কবি।
স্বপ্ন হারালে জীবন
হারায় সবই
আকাশ তারায় আঁকে
হৃদয় ছবি।